ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকাসহ আপত্তিকর অবস্থায় ধরা খেল যুবদল নেতা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৩, ২০১৯ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

রোকোনুজ জামান (রকি)
বগুড়া জেলা প্রতিনিধি :

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে বগুড়ার ধুনট উপজেলায় আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকাসহ মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মুরাদ হোসেন ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের গোলাম ইদ্রিস খোকার ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (২ ডিসেম্বর) রাত ১২টার দিকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে মারপিটের ঘটনায় মুরাদ হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় মুরাদ হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এমতাবস্থায় সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি গ্রামে অভিযান চালায় ধুনট থানা পুলিশ। এ সময় স্বামী পরিত্যক্তা সোনিয়ার ঘর থেকে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়। একই সময় বিয়ে ছাড়া এক বিছানায় অবৈধভাবে রাত্রিযাপনের অভিযোগে পরকীয়া প্রেমিকা সোনিয়া আকতারকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন দৈনিক অধিকারকে জানান, মুরাদ হোসেনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিল। তাই অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের সময় একই ঘরে অবৈধভাবে রাত্রিযাপনের অভিযোগে তার পরকীয়া প্রেমিকাকেও গ্রেফতার করা হয়েছে। এ সময় মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

 

Don`t copy text!