ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ১০ কেজি হেরোইন উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরো;চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০২/১২/২০১৯ ইং র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা আনুমানিক ১৮:২৫ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে

উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আলীম (২১), পিতা-মৃত মফিজ উদ্দিন শেখ, সাং-তাতীপাড়া, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে ০১টি টমেটো ভর্তি প্লাষ্টিকের ক্যারেটের মধ্যে রক্ষিত ১০ (দশ) কেজি হেরোইন আনুমানিক মূল্য ১০,০০,০০,০০০/- (দশ কোটি) টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে (ক) ইজিবাইক-০১টি, (খ) মোবাইল ফোন-০১টি, (গ) সীমকার্ড-০২টি, (গ) মেমোরী কার্ড-০১টি এবং (ঘ) নগদ-৪০০০/-টাকা উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। উল্লেখ্য যে, অভিযানের সময় আরও একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আকাশ সরকার রাজশাহী ব্যুরো চীফ
০১৭১১৪১৩৯২৮

Don`t copy text!