সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা আয়োজন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মমিন’র সঞ্চালনায় এতে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যন মুজিবুর রহমান মুজিব, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া সহ উপজেলা সকল মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ উপস্থিত ছিল।