খালেকুজ্জামান শামীম হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ছাত্রলীগের দু’গ্রু
পের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় রামগঞ্জ-হাজীগঞ্জ-গৌরীপুর সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষিপ্ত নেতাকর্মীরা ব্যাপক ভাংচুর করে।
অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও অফিসার ইন র্চাজ (তদন্ত) মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাজীগঞ্জ বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলেন, অতর্কিতভাবে আমার ওপর হামলা করা হয়েছে। মেহেদী হাছান রাব্বি ও তার দলবল নিয়ে হামলা করেছে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন, আমার গ্রুপের কয়েকজনকে খোকন বলির লোকজন আগে মারধর করেছিল। এ ঘটনায় সন্ধ্যায় খোকন বলির সঙ্গে কথা কাটাকাটি হয়। খোকন বলির লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে।