ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৯, ২০১৯ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি 
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাজিগঞ্জ বাজার মিডওয়ে হাসপাতালে সিজার অস্রপাচারে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রসূতি হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা মোল্লা বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা (৩০)। একই হাসপাতালে আগেও দুইবার সিজার অপারেশন করা হয় ওই প্রসূতির। বড় সন্তান প্রথম শ্রেণিতে পড়ে। ছোট সন্তানের বয়স ৩ বছর। 
প্রসূতির ভাই রাশেদুল ইসলাম বলেন, এর পূর্ব দুইবার মিডওয়ে হাসপাতলে আমার বোনের সিজার হয়। এবার প্রচুর রক্তক্ষরণ হয়ে বোন মারা গেল। তবে আমার দুলা ভাই কুয়েত আছেন। তিনি দেশে আসলে বোনের দাফন করা হবে। 
হাসপাতালের পরিচালক ডা. মেহেদী হাসান যুগান্তরকে বলেন, প্রসূতির অস্ত্রোপচারের পর সন্তান হয়। সন্তান প্রসবের পর জরায়ুতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ওইসময় তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তারপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রসূতির জরায়ুতে সমস্যা ছিল বলেও তিনি জানিয়েছে।

Don`t copy text!