ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় অতিরিক্ত ভাড়া ও মূল্যতালিকা না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৭, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালিত অটোরিক্সা চালককে বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনার বিবরনে জানা যায়, জামিল সোহেল নামের এক যাত্রী ফেনী থেকে ছাগলনাইয়া আসলে অটোরিক্সা চালক মোঃ মুসা ৩০ টাকা ভাড়া দাবি করে, সেই পরিপ্রেক্ষিতে যাত্রী অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে আপত্তি জানালে উক্ত চালক যাত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে বলে জানায়। সেই সুবাধে যাত্রী উপজেলা ভোক্তা অধিকার কমপ্লেন নাম্বারে অভিযোগ করলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। একই দিনে মুদি দোকানে মূল্যতালিকা না থাকায় মোঃ রাসেল ও মুখলেছুর রহমান নামে দুই দোকানিকে ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত উক্ত সিএনজি চালিত অটোরিক্সা চালককে ৫০০ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত যাত্রী ও জনসাধারনের উদ্দেশ্য ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) নাদিয়া আক্তার তানিয়া বলেন, কোন অবস্থাতে নির্ধারিত ভাড়া থেকে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে দিকে সকলে সজাগ থাকবেন। ম্যাজিস্ট্রেট আরো বলেন, কোন ধরনের অতিরিক্ত ভাড়া দাবি করলে উপজেলা প্রসাশন কমপ্লেন নাম্বারে অভিযোগ করবেন। অভিযোগ নং- ০১৭১৩১৮৭৩১৭।

Don`t copy text!