মো: মাসুদ মিয়া,কচুয়াঃ
কচুয়ায় ২০১৯-২০২০ অর্থ বছরে গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড করণ ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয় হতে সাচার পাকা সড়কের গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই হেরিং বোন বন্ড ভিত্তিপ্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া থানা অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশেকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,সহকারী শিক্ষক,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ শিক্ষক,অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ।