সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ২৫ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ’র মিটিং হল রুমে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আখতার শিল্পী, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের সকল শাখার কর্মকর্তা, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) আদিল মাহমুদ, ছাগলনাইয়া উপজেলা ভিত্তিক সকল ইউপি প্রতিনিধি, সকল মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।