ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গন নাটক প্রদর্শনী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৪, ২০১৯ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি:
ছাগলনাইয়া আদালত প্রাঙ্গনে নারী নির্যাতন দিবস উপলক্ষে ২৪ নভেম্বর রবিবার বিকাল ৫ টায় এক গন নাটক প্রদর্শন করা হয়। নারী নেত্রী রোশন আক্তার রুমি ও আমিনুল ইসলাম নুর’র যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য বলেন প্রতিটি স্কুলে কিশোর কিশোরী ক্লাব তৈরী করা হবে, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হবে। বক্তব্যে প্রধান অতিথি আরো বলেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। বিশেষ অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি, মাদক দেশ ও জাতির শত্রু। বক্তব্য আরো বলেন উপজেলা কোন মাদক ব্যবসায়ী পাওয়া গেলে ক্রসফায়ার দেওয়ার জোর দাবি করেন প্রসাশনের প্রতি।
জাসদ কেন্দ্রীয় নেত্রী রোকেয়া সুলতানা আন্জু’র সার্বিক সহযোগিতায়, ব্রাক ব্যাংক’র পরিচালনায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালমা আক্তার’র অধীনে নারী নির্যাতন বিরুদ্ধে শুভেচ্ছা বক্তব্য রাখে ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মাহমুদা বিনতে শামীম, নবম শ্রেনীর ছাত্রী মায়মুনা তাসনিম মিহি। গন সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করে ষষ্ঠ শ্রেনীর মৃত্তিকা সরকার, আইরিন সুলতানা, নবম শ্রেনীর ইফাত জাহান ও শ্রাবন্তী বিশ্বাস। নৃত্য অংশগ্রহন করে অন্নি, গোধূলী এতে আরো গান পরিবেশন করে কবি নামে খ্যাত আবদুল মালেক। হাজারো জনতার উপস্থিতে নারী নির্যাতন প্রতিরোধ নাটক প্রদর্শনীর শেষে অনুষ্ঠানের কার্য্যক্রম শেষ হয়।

Don`t copy text!