ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হকারদের অন্যস্থানে পূর্ণবাসন না করা পর্যন্ত কোন উচ্ছেদ নয় – শিরীন আখতার এমপি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০১৯ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলা প্রসাশন পৌর শহরে হকারদের বেঁধে দেওয়ার সময়সীমা ২৩ নভেম্বর শেষ হয়েছে বলে হকার সমবায় সমিতির নেতা জালাল উদ্দিন মিয়াজী জানান। যার ফলে দুই শতাধিক হকার ব্যবসায়ীদের নিয়ে ২৩ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় ছাগলনাইয়া উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নতুন কার্য্যলয়ে ফেনী ১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাসদ’র সাধারন সম্পাদক শিরীন আখতার এমপির সাথে হকারদের সৌজন্য সাক্ষাত করে পূর্নবাসনের জোর দাবি জানান। সাক্ষাতে হকারদের উদ্দেশ্য শিরীনা আখতার এমপি বলেন দেশের সংবিধানে স্পষ্ট করে লিখা আছে দেশের মানুষ একদিনও কাজ ছাড়া রাখা যাবেনা। বক্তব্য আরো বলেন আমি হকারদের মর্ম বুঝি, হকারেরা সবচাইতে দেশের ভাল নাগরিক. হকারদের নিজস্ব একটা সংঘটন গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, হকারদের অন্য জায়গা পূর্নবাসন না করা পর্যন্ত কোন হকারদের উচ্ছেদ করা যাবে না, এই বিষয়ে প্রশাসনের নিকট কথা বলবে বলে তিনি নিশ্চিত করেন। বক্তব্য এমপি আরো বলেন, সব কিছু নিয়মতান্ত্রিক ভাবে চলতে হবে, কোন ধরনের আইন বর্হিভূত কাজ করা যাবেনা। হকার সমবায় সমিতির নেতা জালাল উদ্দিন মিয়াজীর নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিল জাসদ’র ফেনী জেলা সভাপতি কাজী আবদুল বারি, উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, রাধানগর ইউপি আ’লীগের সিনিয়র সহ- সভাপতি আবদুর রুপ ভুঁইয়া, উপজেলা জাসদ’র সাধারন সম্পাদক সিরাজউদ্দৌলাহ পাটোয়ারী, উপজেলা সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুঁইয়া, দপ্তর সম্পাদক সলিমউল্লা ভুঁইয়া, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সহ দুুই শতাধিক অধিক হকার উপস্থিত ছিল। হকারদের সাক্ষাত শেষে ছাগলনাইয়া প্রেস ক্লাব’র সকল সদস্যকে নিয়ে এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন ফেনী ১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি।

Don`t copy text!