সবুজ সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ।। দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো- দেশ বাঁচাও, জান বাঁচাও, ভোটাধিকারসহ কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ে ১৭ দফা দাবিতে দেশব্যাপীর অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে কমিউনিস্ট পার্টি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে ৫ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই পদযাত্রায় ৩টি পথসভা অনুষ্ঠিত। এসব কর্মসুচি পলাশবাড়ী উপজেলার মেরীর হাট থেকে শুরু করে পলাশবাড়ী চৌমাথায় এসে শেষ হয়।
পদযাত্রা চলাকালে এসব পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হাজী একরাম হোসেন বাদল, পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাজু মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি পংকোজ সরকার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বেকারদের উপযুক্ত কর্মসংস্থানে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তথাকথিত উন্নয়নে ক্ষমতাসীনদের কিছু লুটপাটকারীদের উন্নয়ন হয়েছে। দেশে কোটি বেকারের কোন কর্মসংস্থান হয়নি। বক্তারা আরো বলেন, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রেশনিং ব্যবস্থা চালু, জাতীয় নিম্নতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণসহ দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত রাখার জন্য জোর দাবি জানান। বৈষম্যমূলক বর্তমান শিক্ষানীতি বাতিল করে একই ধারার সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক, সেকুল্যার শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি জানান। বক্তারা আরো বলেন, ভারতের সাথে অসম চুক্তির বাতিলের জানিয়ে বলেন, তিস্তার পানির চুক্তি জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকার ভারতের কাছ থেকে তা নিতে সক্ষম হয়নি। এবার অসম চুক্তির মাধ্যমে উল্টো ফেনী নদীর পানি ভারতকে কেন দেয়া হলো দেশের মানুষ তা জানতে চায়। বক্তারা অবিলন্বে এই অসম চুক্তির বাতিল দাবি করেন।