ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

৬৫ শেষ বয়সে বিয়ে মমতার দলের মন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২২, ২০১৯ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, কলকাতা: দু বছর তিন মাস হল স্ত্রী হাফিজা বিবি প্রয়াত হয়েছে৷ বিবাহিত তিন ছেলে এখন ব্যস্ত নিজেদের আলাদা সংসারে৷ সাত দিদিও বিবাহিত৷ বাড়িতে এখন তিনি একা৷ জীবন সায়াহ্নে এসে এবার নতুন জীবনসঙ্গিনীর হাত ধরতে চলেছেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।

ডিসেম্বরে ৬৫-তে পা দেবেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা৷ মন্ত্রীত্ব, রাজনৈতিক কাজকর্ম বাদ দিলে এই বয়সে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন গিয়াসউদ্দিন৷ তাই মন্ত্রীমশাইয়ের পরিবারের লোকেরা এখন তাঁকে নিকা করাতে চাইছেন৷ মন্ত্রীর পরিবারের লোকেরা মনে করছেন, গিয়াসুদ্দিনকে সময়মতো ওষুধ, খাবার দেওয়ার জন্য একজনের প্রয়োজন। কারণ তিনি ডায়াবেটিসে আক্রান্ত৷ তাই এখনই তাঁর বিয়ে করা উচিত৷

বিয়েতে রাজি আছেন গিয়াসউদ্দিনও৷ তিনি বলেছেন, “ছেলেরা নিজেদের সংসার, ব্যবসা নিয়ে ব্যস্ত৷ আমি একাই থাকি৷ তাই বাড়ির সবাই চাপ দিচ্ছে বিয়ের জন্য। মনে হচ্ছে বিয়েটা করতে হবে।” নিজের শারীরিক অবস্থার কথাও উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, “সকাল ন’টায় বাড়ি থেকে বের হই। বাড়ি ঢুকতে রাত ১০-১১টা বেজে যায়। পরিবারের বয়োজ্যেষ্ঠ দিদি বিয়ে করার কথা বলেছেন। পাশে একজন কেউ থাকুক, তার প্রয়োজন রয়েছে।”

কিন্তু কনে কি ঠিক হয়েছে? পারিবারিক সূত্রে খবর, মন্ত্রীর জন্য পাত্রী দেখার পর্ব শেষ। কনে দক্ষিণ ২৪ পরগনারই বাসিন্দা। পরিবারিকভাবে বিয়ের আয়োজনও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

গিয়াসউদ্দিন মোল্লার বিয়ের খবর শুনে খুশি বাকি মন্ত্রীরা ও দলের সহকর্মীরাও৷ অনেকেই তাঁর কাছে নেমতন্ন চেয়েছেন৷

Don`t copy text!