ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার আকাশে টাকার বৃষ্টি, পড়ছে  টাকার বান্ডিল- দৈনিক বাংলার অধিকার    

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০১৯ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

রজনীক রায়,কলকাতা থেকেঃ  কলকাতার আকাশে চাঞ্চল্যকর ঘটনা! আকাশে উড়ছে টাকা। আর যা কুড়োতে ভিড় সাধারণের।

জানা যাচ্ছে, বেন্টিক স্ট্রিটের একটি বহুতল থেকে ফেলা হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলা হচ্ছে ওই বহুতল থেকে। এভাবে টাকা উড়তে দেখে পথচলতি মানুষজন দাঁড়িয়ে যান। শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে ঝড়ে পড়া টাকা কুড়াতে হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।

পড়ুন আরও- ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্যে না বলায় কী পরিণতি হলো কৃতীর

বিষয়টির ঘটনা ছড়িয়ে পড়তেই ওই এলাকায় সাধারণের ভিড় আরও বাড়তে থাকে। তবে টাকা কোথা থেকে এল তা নিয়ে উঠছে প্রশ্ন? এই টাকার উৎস কি? শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এই বিষয়ে কেউ কিছু জানাতে চাইছেন না। সবার মুখ বন্ধ। কোন আতঙ্কে কেউ মুখ খুলতে চাইছেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। দুপুর আড়াইটের সময় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
– বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ

বুধবার দুপুরে দেখা যায় একটি বহুতল থেকে ফেলা হচ্ছে টাকা৷ উপর থেকে পড়ছে বান্ডিল বান্ডিল টাকা৷ ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর বেন্টিঙ্ক ষ্ট্রিটে৷ কে বা কারা ওই টাকা ফেলেছে ,তা এখনও জানা যায়নি৷ সূত্রের খবর, এই ঘটনা সময় সেখানে হাজির ছিল আয়কর দফতরের অফিসাররা৷ যেখান থেকে ওই টাকার বান্ডিল পড়েছে সেটি একটি কমার্সিয়াল অফিস৷ বেশ কিছু অফিস রয়েছে ওই বিল্ডিংয়ে৷

কথায় আছে কলকাতায় নাকি টাকা উড়ে৷ এবার সত্যিই কলকাতার আকাশে টাকা ওড়তে দেখা গেল৷ শুধু ৫০০ , ২০০০ টাকার নোট নয়, ওড়ছে ১০০ টাকার নোটও৷ বহুতল থেকে ওড়ে আসা টাকা কোড়াতে নিচে হুড়োহুড়ি পড়ে যায়৷ তবে কারা টাকা ফেলেছে? মুখ খুলতে চাইছেন না নিরাপত্তাকর্মী থেকে ওই আবাসনের বাসিন্দারা৷

সূত্রের খবর, আয়কর অভিযানের সময় এই ঘটনা ঘটেছে৷ সম্ভবত , আয়কর দফতরের অফিসারদের হাত থেকে রক্ষা পেতেই ওই টাকা নিচে ফেলা হয়েছে৷ জানা গিয়েছে,৩ লক্ষ ৭৪ হাজার টাকা ফেলা হয়েছে৷

Don`t copy text!