গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী (ফেনী) থেকে
সোনাগাজীতে গুজব ছড়িয়ে বিভিন্ন বাজারে বেশি দামে খাবার লবণ বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে তাৎক্ষণিক শাস্তিস্বরূপ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব জানান- ১৯ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গুজব ছড়িয়ে সোনাগাজী বাজার ও বখতারমুন্সী বাজারে নির্ধারিত মূল্যের অধিক দামে খাবার লবণ বিক্রি করায়, ব্যবসায়ী নিতাই চন্দ্র সেনের নিকট থেকে দশ হাজার টাকা ও মোঃ দুলাল হোসেনের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
এসময় তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশে লবণের কোন সংকট নেই, কেউ পরিকল্পিত ভাবে এই বিষয়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সোনাগাজী মডেল থানার উপরিদর্শক মোঃ সাইফ উদ্দিন, সোনাগাজী বাজার ব্যবস্থপনা কমিটির সভাপতি নূরনবী, ইউপি সদস্য আবুল হোসেন প্রমূখ ।