সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃসড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নিয়ন্ত্রণাধীন সড়ক উপ বিভাগ ফেনী ২ ইন্জিনিয়ার মোঃ শহীদ উল্লাহ’র নেতৃত্বে ছাগলনাইয়াতে সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা অপসারনের চলমান কার্যক্রম যেন লোক দেখানো অভিযানে পরিনত না হয় সেই দাবি জানিয়েছে ছাগলনাইয়ার সর্বস্তরের জনগন। ছাগলনাইয়া সচার ড্রেন ৫ ফুট চওড়া রাস্তার বাহিরে গভীর ২ ফুট কাজ হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গত কয়েক মাসজুড়ে সারা দেশব্যাপী সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা অপসারনের কার্যক্রম শুরু হয়। যার অংশ হিসেবে ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগে উপজেলা ব্যাপি দখলদারদের কবল হতে প্রচুর পরিমানে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে ।
ছাগলনাইয়া উপজেলাকে বাস উপযোগী একটি পরিচ্ছন্ন জনপদে পরিণত করতে সম্প্রতি জেলা প্রশাসক বেশকিছু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। যার অংশ হিসেবে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে সওজ কর্তৃপক্ষ ফেনী থেকে ছাগলনাইয়া, শুভপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের দু’পাশের যাবতীয় অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু করেছে।
রাস্তার দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের এ কার্যক্রমকে ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের জনগণ। ফুটপাথ দখল করে কাঁচা-পাকা স্থাপনা তৈরীসহ নানা প্রকারের মালামাল স্তুপাকারে রাখায় এতদিন আঞ্চলিক এ সড়ক নাম মাত্র চলাচলের রাস্তা হিসেবে সাধারণের কাছে পরিচিত ছিল। আর সওজ এর অধিগ্রহনকৃত সম্পত্তিসহ ফুটপাত পর্যন্ত দখল হয়ে যাওয়ায় দুর্ঘটনা ছিল নিত্যকার ঘটনা। তাই দীর্ঘদিন পরে হলেও সওজ এর জায়গা উন্মুক্ত করাসহ যাবতীয় অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হওয়াতে দুর্ঘটনা কমে যাবে বলে প্রত্যাশা সাধারণ পথচারীসহ সর্বমহলের।
এই ব্যাপারে ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা সংবাদ প্রতিনিধিদের জানান পৌরসভার ড্রেনটি হবে সচার ড্রেনের নির্মানের পরে ৭ ফুট চওড়া ও ৫ ফুট গভীর এবং পৌরসভাকে জলাশয় মুক্ত করে আধুনিক পৌরসভা রুপান্তর করার দৃঢ় ব্যাক্ত করেন।
শেষ পর্যন্ত জেলা প্রশাসকের সহায়তায় সওজ কতৃপক্ষ সড়কের দু’পাশের যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়ায় নিশ্চিতভাবে দুর্ঘটনা কমবে। মানুষের কাছে পরিচ্ছন্ন এবং চমকপ্রদ একটি জনপদ হিসেবে ছাগলনাইয়া উপজেলা উপস্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ছাগলনাইয়া সর্বস্তরের মানুষের অভিমত দুর্ঘটনা কমানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোসহ পরিচ্ছন্ন ছাগলনাইয়া গড়তে সড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণের বিকল্প নেই। অন্যান্য বারের চেয়ে এবারের অভিযান ফলপ্রসু হবে বলে মনে করেন সর্বস্তরের জনগন।