ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মতলবের চেঙ্গারচর শ্রী শ্রী কালা চাঁদ বিগ্রহ মন্দিরে জাগো হিন্দু পরিষদ উত্তর মতলব শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৮, ২০১৯ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইব্রাহিম খলিল পন্ডিতঃ ১৭ নভেম্বর রবিবার উত্তর মতলবের চেঙ্গারচর শ্রী শ্রী কালা চাঁদ বিগ্রহ মন্দিরে জাগো হিন্দু পরিষদ উত্তর মতলব শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পলাশ চন্দ্র সাহা ও লিটন চন্দ্র সরকারের যৌথ সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি কৃষ্ণ দাস কাজল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজন দাস,সারথী উজ্জ্বল দাস,প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ চাঁদপুর জেলার আহ্বায়ক তথা কচুয়া থানার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল।
আরো বক্তব্য রাখেন,দাউদকান্দি শাখার সভাপতি সৃজন পোদ্দার,সাধারণ সম্পাদক নারায়ণ বণিক,সাংগঠনিক সম্পাদক তুষার ঘোষ,চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাজু সূত্রধর,মতলব উত্তর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত ভৌমিক ও কালা চাঁদ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস।
পবিত্র গীতা পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।আগত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব উত্তরের সারথী হীরামন সেন।বক্তব্যে বক্তারা জাগো হিন্দু পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।বক্তব্য শেষে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।প্রসাদ বিতরণ শেষে অতিথিরা কালা চাঁদ বিগ্রহের নামে থাকা দেবোত্তর সম্পত্তি পরিদর্শন করেন।

Don`t copy text!