ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া ফলদ বৃক্ষ মেলা উদ্ভোধণ-দৈনিক বাংলার অধিকার   

প্রতিবেদক
admin
নভেম্বর ১৮, ২০১৯ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ  পরিকল্পিত ফলদ বৃক্ষের চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ নভেম্বর  সোমবার ছাগলনাইয়া তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ শুরু হলো, চলবে ২০ নভেম্বর বুধবার পর্যন্ত।

 

ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। ১৮ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর আওয়াতা ছাগলনাইয়া উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে এই মেলার আয়োজন করে। উপজেলা কৃষি সম্প্রসারণের কর্মকর্তা সাফতাক আহমেদ রিয়াদ’র উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মির্জা, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, দর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রধান অথিতির বক্তৃতায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান, আপনাদের নিজের খালি জায়গা থাকলে বেশি বেশি ফলদ বৃক্ষ লাগানোর উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্য আরো বলেন, গাছ আমাদের পরম বন্ধু যা মানুষকে প্রশান্তি দেয়।

 

ফলদ বৃক্ষ মেলায় সাতটি স্টল ও মঞ্চ স্থাপন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টল সরেজমিনে দেখা যায় ফলদ ও ঔষধি বৃক্ষের সমাহার চোখে পড়ে। প্রতিদিন মেলা সকাল ৯টায় শুরু হয়ে একটানা রাত ৮টায় পর্যন্ত চলবে বলে তথ্য সূত্রে জানা যায়। সংশ্লিষ্টদের ধারণা এবারের মেলায় বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন।

Don`t copy text!