পোর্টব্লেয়ার: একদিকে ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পের খবর। অন্যদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে কেঁপে উঠল আন্দামান-নিকোবর। ঠিক রাত ১২ টা ১ মিনিটে ওই কম্পন হয় বলে জানিয়েছে মৌসম ভবন।
মূলত নিকোবর আইল্যান্ড অঞ্চলেই এর প্রভাব পড়েছে। মাটি থেকে ১৩২ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল।
গত জুন মাসে ভারতের কেন্দ্রশাসিত ওই এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ভোর চারটের কিছু সময় আগে আন্দামানে ভূমিকম্প হয়। স্থানীয়দের মতে সময়টি ছিল ভোর তিনটে বেজে ৪৯ মিনিট।
অন্যদিকে, বৃহস্পতিবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সুনামির সতর্কবার্তায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কম্পনের মাত্রা ছিল ৭.১। তীব্রতা বেশি থাকার ফলেই সুনামির সম্ভাবনা তৈরি হয়েছে।
৪৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। প্রথমে ৭.৪ মাত্রার কম্পন বলে চিহ্নিত করেছিল ইউএস জিওলজিক্যাল সার্ভে।