ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত- দৈনিক বাংলার অধিকার    

প্রতিবেদক
admin
নভেম্বর ১২, ২০১৯ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

হেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান (৪৮) ট্রেনের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ট্রেনের ধাক্কা লেগে গুরুতর আহত হলে নওগাঁ হাসপাতাল থেকে বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। নিহত এসআই আক্তাররুজ্জামান সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা । তিনি গত বছরের ২৬ জানুয়ারী থেকে রাণীনগর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।রাণীনগর থানাপুলিশ জানায়, এদিন দুপুর সোয়া ১২টার সময় এসআই আক্তারুজ্জামান পোষাক পরা অবস্থায় রাণীনগর রেলওয়ে ষ্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাটছিলেন। এসময় খুলনাগামী রুপসা আন্তনগর ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরত্বর আহত হন। আহত আক্তারকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় । রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল গণি নিশ্চিত করে জানান, এসআই আক্তারুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে মারা যান।

Don`t copy text!