ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিং- দৈনিক বাংলার অধিকার   

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২২, ২০১৯ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ইব্রাহিম খলিল পন্ডিত ও সিদ্দিকুর রহমান নয়ন: শাহরাস্তির আয়নাতলী বাজার থেকে উঘারিয়া-চিতেষী পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিং করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে। শাহরাস্তির বিভিন্ন সড়কে অন্তত ৮ থেকে ১০টি খুঁটি রয়েছে। এতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভবনা সৃষ্টি হয়েছে।

ঝুঁকিপূর্ণ এইসব বৈদ্যুতিক খুঁটির ওপর ৩৩ হাজার ভোল্টের লাইনসহ বিভিন্ন বাসা-বাড়ি এবং অফিসে সংযোগ রয়েছে। খুঁটি না সরিয়েই সড়কের কার্পেটিং করা হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করলেও কারও মাথাব্যাথা নেই এই পিলারটি নিয়ে। বড় ধরনের দূর্ঘটনা হলেই সকলের টনক নড়বে বলে এলাকাবাসী দাবি করেন।

স্থানীয় ব্যবসায়ী হাসেম বলেন, ‘ইঞ্জিনিয়ার হোক আর কন্টাক্টর হোক, এইসব অদক্ষ লোকজনের হাতে কাজ দিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করার কোন মানে হয় না। সড়কে বৈদ্যুতিক পিলার রেখেই কাজ চলছে। যেন বাঁধা দেবার কেউ নেই। সরকারী দপ্তরের মধ্যে সমন্বয় না থাকার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।

Don`t copy text!