ঢাকারবিবার , ১১ আগস্ট ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দোয়াটিতে দেড়’শ বছরের পুরানো শীতলা মন্দির পরিদর্শন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০১৯ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ মিয়া,কচুয়া ॥  কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের প্রায় দেড়শ বছরের দুটি পুরানো শ্রী শ্রী সার্বজনীন শীতলা মন্দির মেরামত ও সংস্কারের অভাবে নষ্ট হওয়ার পথে।  খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ রবিবার দুপুরে ছুটে যান ওই শীতলা মন্দিরে। মন্দিরের সভাপতি মিশন ব্যানার্জী ও সাধারন সম্পাদক সোপান সরকার সহ স্থানীয় লোজনের উপস্থিতিতে  আর্থিক সহায়তা ও সংস্কারের জন্য প্রতিশ্রুতি দেন তিনি। ইতিমধ্যে এই শীতলা মন্দিরের মেরামত সহ যাবতীয় আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হবে।

মন্দির কমিটির সভাপতি সাধারন সম্পাদক ও এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন যাবৎ ধরে এই মন্দিরটি জরাজীর্ণ ছিল কেউ  আর্থিক সহায়তা কিংবা কোনো খোজ খবর নেননি। বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন আমাদের দোয়াটি গ্রামে প্রায় অনেক মন্দির নির্মান করে দিয়েছেন এবং দেড়শ বছরের পুরানো শীতলা মন্দিরটি সংস্কারের জন্য প্রতিশ্রুতি দেন। এই জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুভাস চক্রবর্তী,ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক অহিদ রাজা, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম,ছাত্রলীগ নেতা মোস্তফা প্রধান, হৃদয়,মানিক সরকার সহ  হিন্দু সম্প্রদায়ের প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

Don`t copy text!