ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রতিবন্ধি-বিধবা ও বয়স্কদের মাঝে বস্ত্র বিতরন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১০, ২০১৯ ৩:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মো: মাসুদ মিয়া, কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় প্রতিবন্ধি উন্নয়ন ও পুর্নবাসন কল্যান সংস্থার আয়োজনে প্রতিবন্ধি, বিধবা ও বয়স্কদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র (শাড়ী-লুঙ্গি) বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার হোসেনপুর গ্রামে গংঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের বিববর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক খান আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এসব বস্ত্র বিতরন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এলাকার অসহায়,গরীব ও প্রতিবন্ধি মানুষের জন্য ‘প্রতিবন্ধি উন্নয়ন ও পুর্নবাসন কল্যান সংস্থা’ গংগঠনটি কাজ করে যাবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় ভবিষ্যতে আমরা সাধারন মানুষের পাশে থাকতে চাই।
স্থানীয় সমাজ সেবক মো. শহীদ মিয়ার সভাপতিত্বে ও প্রতিবন্ধি উন্নয়ন ও পুর্নবাসন কল্যান সংস্থা কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. রিয়াজ হোসেন খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক আজকের বিবর্তন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সংগঠনের পরিচালক এ্যাডভোকেট শামীমা খানম, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মো. কামাল হোসেন কামু, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, জাগো বিবর্তন মানবাধিকার সংস্থার মহা-সচিব মিসেস জেসমিন ইসলাম প্রমুখ।
এ সময় প্রতিবন্ধি উন্নয়ন ও পুর্নবাসন কল্যান সংস্থা কচুয়া উপজেলা শাখার উপকারভোগী ও সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ছবি ঃ কচুয়ার হোসেনপুর গ্রামে গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃৃন্দ।

Don`t copy text!