ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে বাদল চেয়ারম্যান যোগ্য-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৫, ২০১৯ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাজী মোঃ হানিফ : সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার।।

সোনাগাজী উপজেলার সকল ইউনিয়নে ধারাবাহিক ভাবে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষ হয়, ২৫শে জুলাই বৃহস্পতিবার বিকেলে ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ২০১৯ইং ডাকবাংলা কমিউনিটি সেন্টারে সফলতার সহিত সম্পন্ন হয়। এতে ফেনী জেলা আওয়ামীলীগের অভিভাবক ও সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর আস্থাভাজন ও বিশ্বস্ত সৈনিক, মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান- মোশারফ হোসেন (বাদল চেয়ারম্যান) ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মাঠ অনুসন্ধান ও বিভিন্ন জনজরীপে দেখা যায় বাদল চেয়ারম্যান তুমুল জনপ্রিয় ও যোগ্য । ইউনিয়নের সকল ওয়ার্ডে আওয়ামীলীগ একাধিক নেতৃবৃন্দে সাথে একান্ত আলাপ আলোচনায় এই প্রতিবেদকে নেতাকর্মীরা জানায়- কর্মীবান্ধব ও মজিব আদর্শের একজন লড়াকু সৈনিক বাদল চেয়ারম্যান । কর্মীদের সুখে দুঃখে সকল ধরণের সাহায্য সহযোগিতা করে থাকেন । দলীয় সকল কর্মসূচী সফলভাবে পালন করেন।

কৌশলগত কারণে ডাকবাংলা বক্তারমুন্সী সোনাগাজী ও ফেনীর মধ্যস্থল। দলীয়ভাবে এখানে শক্ত অবস্থান বজায় রাখার জন্য প্রয়োজন বাদল চেয়ারম্যানের মত সাহসী ও কৌশলী নেতা। তারা বলেন- বাংলাদেশ আওয়ামীলীগ তথা জননেতা নিজাম উদ্দিন হাজারীর হাতকে শক্তিশালী করতে ও মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করতে, রাজপথের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী বাদল চেয়ারম্যানকে মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রয়োজন ।

নিজাম উদ্দিন হাজারীর আস্থাভাজন চেয়ারম্যান মোশারফ হোসেন (বাদল চেয়ারম্যান) বর্তমানে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন ।

বাদল চেয়ারম্যান এই প্রতিবেদকে জানান- আমি জননেতা নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আস্থাশীল, তিনি যদি আমাকে যোগ্য ও প্রয়োজন মনে করে মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন- আমি দলকে সুসংগঠিত করতে কাজ করে যাবো, সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবো। অথবা তিনি আমাকে যেই দায়িত্ব দিবেন আমি মেনে নেবো, আমার নেতার সিদ্ধান্তই চুড়ান্ত।

Don`t copy text!