ওমরসানি, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা, দৈনিক বাংলার অধিকারঃ ৫ জানুয়ারী ২০১৯ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ কর্মসূচি পালিত হয়।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বসতবাড়ি ও প্রতিষ্ঠানসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। তিনি সভায় বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে আসা যাত্রীবাহী লঞ্চে মশা নিধন স্প্রে করার জন্য আমি লঞ্চ কর্তৃপক্ষকে চিঠি দিব।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগির, সহকারি শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা মোকলেছুর রহমান ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ। এ ছাড়া উপজেলা কর্মরত স্বাস্থ্য কর্মী, শিক্ষক ও এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।