বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক -১ দুবাই ইমিগ্রেশনের ডিরেক্টর জেনারেল-এর সাথে বাংলাদেশ কনসাল জেনারেল-এর সাক্ষাৎ ঠাকুরগাঁও গড়েয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১জন চিন্ময় কৃষ্ণ আটকের খবরে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ ট্র্যাব সম্মাননা পেলেন অপর্ণা রানী রাজবংশী ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক সিরাজদিখানে বিক্রমপুর নামকরণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ । ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

দিনাজপুরে ” স্টুডেন্ট’স কমিউনিটি পুলিশিং ” এর ব্যানারে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুশান্ত সরকার

অধিকার ডেক্স / ৩২৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯, ৬:২১ অপরাহ্ণ

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুুর প্রতিনিধি।।

৪ আগষ্ট, ১৯ রবিবার সকাল ৯ টায় দিনাজপুর সরকারি সিটি কলেজে ” স্টুডেন্ট’স কমিউনিটি পুলিশিং ” এর ব্যানারে গুজব, ইভটিজিং, বাল্য-বিবাহ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুশান্ত সরকার পিপিএম।

তিনি বলেন – সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যানারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চলমান থাকবে।আমরা আশাবাদী আগামী দিনের প্রজন্মকে সত্য ও আলোর পথে নিয়ে আসতে পারলেই এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা সাদরে গ্রহণ করেছে এ ধরনের সভা গুলো।

তিনি আরো বলেন – আমরা লক্ষ্য করছি যে, আমাদের যে সমাজে অস্থিরতা, হঠাৎ করে দেখা যায় গুজব নামক যে ঘটনা ঘটছে। আমরা লক্ষ্য করেছি, ঢাকায় একজন নিরীহ মা গণপিটুনির শিকার হয়েছেন। গুজবের কারণে ছেলেধরা যে বিষয়টা এখন প্রচলিত। সেই তাড়না থেকে, সেই বিবেকের তাড়না থেকে আমরা দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী এবং সম্মানিত শিক্ষকদের সাথে এবং বিভিন্ন হাট-বাজারেও আমরা সচেতন মূলক প্রোগ্রাম গুলো করছি।

যেহেতু এই ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের হাত দিয়ে আগামী ভবিষ্যৎ বিনির্মাণ হবে ।কাজেই তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি সববিষয়ে এবং তারা যদি সচেতন হয় তাহলে অবশ্যই আমরা আমাদের সমাজকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের সোনার বাংলা গড়ে তোলার যে প্রয়াস আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, আমাদের বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি সংস্থাসহ প্রত্যেকেই কাজ করে যাচ্ছে।

আমরা সত্য ও সুন্দরের পথে থেকে আমরা এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন গুজবে আমরা কান দিব না, কোন কিছু যাচাই না করে আমরা কোনকিছু ফেইসবুকে লাইক, শেয়ার, কমেন্টস্ দিব না। এছাড়াও আমরা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য কোথাও দিব না।

এছাড়াও তিনি আরো বলেন – যারা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। এবং ফেসবুকে যারা গুজব শেয়ার করছে, লাইক কমেন্ট করছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। দিনাজপুরে কিছু ফেসবুক আইডি সনাক্ত করা হয়েছে। তাই সবাই সচেতন থাকুন, ” গুজব কে না ” বলুন।

“ গুজব ছড়াবেন না,
আইন নিজের হাতে তুলে নিবেন না ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সরকারি সিটি কলেজে ” স্টুডেন্ট’স কমিউনিটি পুলিশিং ” এর ব্যানারে গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক (গণিত) মোঃ দেলোয়ার হোসেন এর সন্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ রেদ‌ওয়ানুর রহিম। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল মান্নান সরকার, সহকারী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান প্রধান, সহযোগী অধ্যাপক আলী আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মোছাঃ আশরাফুন নাহার, সহকারী অধ্যাপক মোসাঃ আরিফা খাতুন, প্রভাষক মিতা চক্রবর্তী, প্রভাষক মোঃ আবুবকর সিদ্দিক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কাউকে ছেলে ধরা বলে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে পুলিশের নিকট সোপর্দ করুন। প্রয়োজনে ৯৯৯ – এ টোল ফ্রি কল করে জরুরী সাহায্য নিন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!