ঢাকারবিবার , ৪ আগস্ট ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৪, ২০১৯ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুর কামড়ে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ৪ আগস্ট রোববার নতুন করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে আরও ৫ জন রোগী ভর্তি হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে এ পর্যন্ত গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ জন।

গাইবান্ধা আধুনিক হাসপাতালের সুত্রে জানায় গেছে, নতুন ডেঙ্গু রোগীরা হলো গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়ার ডাঃ মাশরুকা, শহরের পূর্বপাড়া এলাকার রিয়াদ হোসেন এবং পশ্চিমপাড়া এলাকার রাদ মিয়া। এছাড়া পলাশবাড়ি উপজেলার হরিরামপুরের জাহেদুল হক এবং গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবাড়ি গ্রামের রিপন মিয়া। গোবিন্দগঞ্জের এই ডেঙ্গু রোগীকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন নতুন ৫ জনসহ সকল ডেঙ্গু রোগীরাই সম্প্রতি ঢাকা থেকে ঘুরে এসেছেন এবং সেখান থেকেই তারা ডেঙ্গুর জীবানু বহন করে গাইবান্ধায় এসে অসুস্থ্য হয়ে পড়েন বলে জানা গেছে।

Don`t copy text!