স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকারঃ
খুলনাজেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের আন্দার মানিক গ্রামে অবৈধ ভাবে সরকারি সম্প্রতিতে ঘর তৈরির করার অভিযোগে আজ ৩১ শে জুলাই বুধবার সন্ধ্যা ৬.৩০ দিকে দুজন কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় বুধবার
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বানিশান্তা ইউনিয়নের আন্দার মানিক গ্রামে সরকারি সম্প্রতি
দখল করে অবৈধভাবে বাড়ী ঘর নির্মনকরারঅপরাধে
উপজেলা সহকারি কমিশনার( ভুমি) ও নির্বাহী হাকিম সঞ্জীব দাস এ অভিযান পরিচালনা করেন।এ সময় ঘর নির্মান এর সাথে জড়িত থাকার অপরাধে আন্দারমানিক গ্রামের পরিমল মন্ডল ও পরিতোষ মন্ডল পিতা শরৎ মন্ডল দুই ব্যক্তিকে১৮৬০/১৮৬ ধারা
দন্ড বিধি মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সঙ্গে ছিলেন থানা পুলিশের এসআই মামুন সহ সঙ্গীয়ফোর্স, সার্রভেয়ার মিরাজ,আমতলা পুলিশ ফাড়ী আইসি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সঞ্জীব দাস বলেন,সরকারি জায়গায় ঘরনির্মান অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবেনা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।