ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০১৯ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত বাহার (৪০) ও তার দুই সহযোগী সুমন (২৬) ও রুবেল (২৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।

বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ডাক্তার বাড়ীর পিছনের সুপারী বাগানের ভিতর পরিত্যাক্ত ভবনে ডাকাতির প্রস্তুতিকালে এই তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

এসময় তাদের সংগে থাকা আরো ৭/৮জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি এলজি, ৪টি কার্তুজ, ২টি রামদা, ২টি ছোরা ও তালা ভাংগার ১টি কোরাবাটল উদ্ধার করা হয়।

ডাকাত বাহার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের সলিমউল্ল্যার ছেলে। অন্য দুই ডাকাতের মধ্যে সুমন একই ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং রুবেল পাশর্^বর্তী বামনী ইউনিয়নের সাইচা গ্রামের নূরুল আমিনের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। চিন্থিত ডাকাত বাহার দুইটি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী। তার বিরুদ্ধে আরো ৬টি মামলা রয়েছে। অন্য দুই ডাকাতের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Don`t copy text!