মো:ইবরাহিম খলিল পন্ডিত, চাঁদপুর জেলা,দৈনিক বাংলার অধিকার: ৩১/০৭/২০১৯ রোজ বুধবার;
চাদঁপুর জেলা,শাহরাস্তি উপজেলা বিজয়পুর উচ্চ বিদ্যালয় হল রুমে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল আলমের উপস্হিতিতে এবং সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকারেরর পরিচালনায় স্কুলের সকল ছাএ ছাএীদের নিয়ে সন্রাস ও মশাক নিধন প্রতিরোধ সম্পকে আলোচনা হয়।আলোচনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল আলম বলেন, ছাএ জীবন থেকে সন্রাস ও মাদকের বিরুদ্ধতা করলে আগামী দিনে দেশ ও জাতীর ভবিষ্যৎকাল উন্নত মানের পরিবেশ সৃষ্টি হবে।যার কারনে আমাদের পরর্বতী প্রজম্মদের জীবন চলার পথে কোন ধরনের বাধা সৃষ্টি হবে না।এবং তারা জাতির কল্যানে তাদের লক্ষ্য নির্ধারনের সঠিক পথ নিশ্চিত করতে পারবে। তিনি আরো বলেন, আমাদের বসবাসরত পরিবেশ পরিষ্কার রাখতে হবে।এবং ঘর বাড়ির আশ পাশ মশার ওষুধ ছিটিয়ে মশার বংশ, নিশ্চিত ধংস করতে হবে। উপস্হিতি শিক্ষকদের মধ্যে থেকে সহকারী শিক্ষক শাহাজান স্যার বলেন, তোমরা সু শিক্ষা অর্জন করে এই দেশ কে একটি শিক্ষিত জাতি উপহার দিবে।এবং পরিশেষে শিক্ষক মনিরুল আলম সকলের মঙ্গল কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।