এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আলমগীর। তবে বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
তিনি বলেন, গত সপ্তাহে বাবা জ্বর অনুভব করেন। এরপর ২৫ জুলাই স্কয়ার হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এখনো হাসপাতালে আছেন, চিকিৎসাও চলছে। তবে আগের চেয়ে এখন কিছুটা উন্নতি দিকে আছেন বলেও জানান তিনি। ডাক্তার বলেছেন, দুই-এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন।
১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক আলমগীরের। প্রথম সিনেমাটি ব্যবসায় সফল হয়। অভিনয়ে অসামান্য অবদানের জন্য নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৮ সালে আলমগীরের পরিচালনা ও প্রযোজনায় সবশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পায়।