ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে জাসদের উদ্যোগে সুশাসন দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠািত – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইমরান হোসেন মিলন, যশোর ব্যুরো চীফঃ সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে জাসদের ডাকে আজ সারাদেশ ব্যাপী সুশাসন দিবস পালন করা হচ্ছে।

বুধবার (৩১ শে জুলাই) সুশাসন দিবস উপলক্ষে যশোর জেলা জাসদের উদ্যোগে নেতাজী সুভাস চন্দ্র বসু রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টা ৩০ মিনিটে মানববন্ধন শুরু হয়ে ৬ টা ৩০ মিনিটে শেষ হয়।

মানববন্ধনে জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রবিউল আলম উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, যশোর জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অশোক রায়। সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,আহসানউল্লাহ ময়না, এ্যাড. আবুল কায়েস,শরীফ আহমেদ বাপী,জাকির হোসেন,সোহেল আহমেদ, মাষ্টার নূর ইসলাম, মশিয়ার রহমান, হাফিজুর রহমান লিটন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ( জাসদ) যশোর জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক জিতু খন্দকার সহ নের্তৃবৃন্দ।

রবিউল আলম তার বক্তব্যে বলেন, দেশে যে সুশাসন নেই তার সবচেয়ে বড় প্রমাণ ডেঙ্গুজ্বর মোকাবিলা করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা। তিনি আরো বলেন, বন্যার্ত মানুষের মধ্যে হাহাকার। তাদের পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা প্রয়োজন। দেশে দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন, দলবাজী- দখলবাজী, মাস্তানি ও দলীয়করণ গনতন্ত্রের বিকাশে সবচেয়ে বড় বাঁধা। সুশাসন কায়েম ছাড়া দেশের নাগরিকরা উন্নয়ন ও গনতন্ত্রের সুফল পাবে না। জাসদ সুশাসনের দাবীতে আন্দোলন গড়ে তুলবে।

ইমরান হোসেন মিলন
যশোর ব্যুরো চীফ
মোবাঃ ০১৭৩৬- ৫০০৫০৪
তাং- ৩১-০৭-২০১৯ ইং

Don`t copy text!