মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। থানা সুত্রে যানা জায়, রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রায়পুর থানার এসআই মানিক চন্দ্র ড়ুয়া ও সংগীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী রাজু আহাম্মদ (২৮), পিতা-তহির মাঝি, পঁয়ত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উপজেলার ৩ নং চর মোহনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজী আজগর আলী মাঝি বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী রাজু আহাম্মদকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় রায়পুর থানার মামলা নং-২৭(৭)১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনি ১০(ক) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এদিকে, রায়পুর থানার এসআই গনেশ চন্দ্র শীল, এএসআই সাখাওয়াত হোসেন সংগীয় ফোর্স সহ উপজেলার পৌর ০৮ নং ওয়ার্ড রায়পুর সরকারি কলেজের প্রধান গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম(৪০), পিতা-মৃত আলী হোসেনকে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম মধ্য কেরোয়া কমর উদ্দিন হাজী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে। উক্ত ঘটনায় রায়পুর থানার মামলা নং-২৮(৭)১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনি ১০(ক) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা কয়।