ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ফেসবুকে ধর্মীয় অনুভূতি নিয়ে গুজব রটনোর দায়ে আটক-১-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩০, ২০১৯ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প অভিযান চালিয়ে ফেসবুকে ধর্মীয় অনুভূতি নিয়ে গুজব রটনোর দায়ে মারুফুল হাসান (১৯) কে আটক করা হয়েছে।
আটকৃতকৃত মারুফুল হাসান সদর উপজেলার চাপাদহ মধ্যপাড়া গ্রামের এটিএম আব্দুল মাবুদ মিয়ার ছেলে।

জানা যায়, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন চাপাদহ কুপতলা বাজার ‘মাহি ইলেকট্রনিকস এন্ড কমপিউটার’ থেকে গুজব রটনাকারী মো: মারুফুল হাসান কে আটক করেন। ফেসবুকের মাধ্যমে ইচছাকৃতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট,অস্থিরতা, বিশৃংখলা সৃষ্টি বা আইন-শৃংখলা অবনতি করার অপরাধে তাকে আটক করা হয়।
আটকের সময় মারুফুল হাসান (১৯) নিকট থেকে ১ টি এ্যানড্রয়েড মোবাইল ফোন,সীমকার্ড ২ (দুইটি) এবং মেমোরি কার্ড একটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানয় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

Don`t copy text!