সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকার: নাটোরের বড়াইগ্রামে দেশব্যাপী শিশু অপহরন সংক্রান্ত গুজব কে কেন্দ্র করে মানুষ হত্যার বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। “চলো যাই যুদ্ধে, গুজবের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে উপজেলার বাহীমালী বাজারে শিশু অপহরন ও গুজবের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে মাঝগ্রাম ইউপি’র ৯নং ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলামের আয়োজনে বক্তব্য রাখেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি নাজমুল হক, বাহীমালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিলুর রহমান তোলা, ম্যানিজিং কমিটি সভাপতি, বাহীমালি দাখিল মাদ্রাসার সুপার, বাহীমালী কিন্ডার গার্টেন স্কুল এর প্রধান শিক্ষক প্রমুখ। বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সাধারন জনগনের মধ্যে জন সচেতনতা মূলক বিভিন্ন দিক তুলে ধরেন ও বলেন “ আপনার গুজবে কান না দিয়ে যার যার যায়গা থেকে সচেতন থাকুন, অস্বাভাবিক কিছু মনে হলে স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসন কে খবর দিন, আইন নিজের হাতে তুলে নিবেন না।