মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর (সদর) প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার: ২৭ জুলাই, ১৯ শনিবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর কাহারোল উপজেলার রামপুরে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর কাহারোল শাখার আয়োজনে প্রধান মন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৪৯তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর কাহারোল উপজেলা শাখার সভাপতি মৌসুমী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর জেলা শাখার সহ সাধারন-সম্পাদক রাশিদা আলম।
বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম মন্ডল এর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার সাধারণ-সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ কাশেম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব এবং সদস্য জাহানারা বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা জনাব মো. শামীম ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বীরগঞ্জ উপজেলা শাখা ও সবুজ বাংলা নিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব মো. ইয়াসিন আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বীরগঞ্জ উপজেলা শাখা ও সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, বীরগঞ্জ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর কাহারোল উপজেলা শাখার সভাপতি মৌসুমী বেগম ও দিনাজপুর জেলা শাখার সহ সাধারন-সম্পাদক রাশিদা আলম প্রমুখ।