ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ ২৭ জুলাই শনিবার গাইবান্ধা এন. এইচ. মর্ডান উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদিলুর রহমান আদিল, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর রানা এমপি, সুন্দরগঞ্জ উপজেলা জাপার সিনিয়র সহ সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আ. মান্নান মন্ডলসহ জাপা ও সহযোগি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের (এমপি) বলেন, ‘জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মী বানভাসিদের পাশে থাকবে। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শের রাজনীতি করি। পল্লীবন্ধু আজীবন বানভাসিদের সেবা করে গেছেন, আমরাও পল্লীবন্ধুর মতোই মানুষের সেবা করবো। দূঃস্থ মানুষের পাশে থাকবো।’

পরে জি.এম কাদেরসহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা বন্যাদূর্গত এলাকার মানুষের মাঝে ১১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন।

Don`t copy text!