সুভাষ দাস ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি /দৈনিক বাংলার অধিকার/পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের সিকদার বাজারে সরকারি খালের জমি দখল ও ভরাট করে পাকা ভবন নির্মাণকালে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বাউফল থানা পুলিশের সাব ইন্সপেক্টর শেখ মোঃ জাহিদুল আলম ও উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আবুল কালাম এর সহযোগিতায়
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে।জানা গেছে, শুক্রবার ২৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে সরকারি খালের জমি দখল ও ভরাট করে পাকা ভবন নির্মাণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়৷ এছাড়াও নির্মাণাধীন ভবনটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়৷
এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে অভিযান ও কারাদন্ডের কথা প্রতিবেদককে জানিয়ে বলেন,
সরকারি খাল এবং সরকারি যেকোন জমিতে যারাই অবৈধভাবে স্থাপনা করবে তাদের বিরুদ্ধে আমাদের এঅভিযান অব্যহত আছে এবং থাকবে