ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে সুজন (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখন বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, সুজন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামের আবদুল হাফিজের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতে ৭ জনের একটি ডাকাত দল দত্তপাড়া এলাকার ডাকাতির চেষ্টা করে। টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করে। পরে অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গণপিটুনির পর পুলিশে খবর দেয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন যুবক জানান, দত্তপাড়া এলাকার নিকু নামে একজন গত রাতে তাকে খবর দিয়ে নিয়ে যায়। এসময় নোয়াখালীর মাইজদী এলাকার আরো ৫জন তাদের সঙ্গে ছিল।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা । তবে সে ডাকাতির সঙ্গে জড়িত কিনা তা এখনো জানা যায়নি।

Don`t copy text!