ঢাকাবুধবার , ২৪ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গুজব প্রতিরোধে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য মাঠে- দৈনিক বাংলার অধিকার   

প্রতিবেদক
admin
জুলাই ২৪, ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

পদ্মা সেতু লাগবে মানুষের মাথা এমন গুজব প্রতিরোধে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য জনগণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করবে বলে জানিয়েছেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাজী শরীফ কায়কোবাদ বলেন, কুসংস্কার থাকলে গুজব ছড়ায়। পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে। গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন তাঁদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। এই বার্তা পেয়ে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।

আনসার ও ভিডিপির মহাপরিচালক বলেন, সারা দেশে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাড়ে ১২ হাজার আনসার কমান্ডারকে ভাতার আওতায় আনা হয়েছে। এ ছাড়া আনসার ও ভিডিপি সদস্যের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করা হতো। এখন নতুন ৩০ হাজার অস্ত্র এই বাহিনীর জন্য আনা হয়েছে। আরও ২০ হাজার অস্ত্র আনা হবে।

এছাড়া কোনো আনসার সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলেও জানান তিনি।

Don`t copy text!