নিজস্ব প্রতিবেদক,দৈনিক বাংলার অধিকার: গৃহবধূ নিপীড়নের কথা নতুন নয়৷ যৌতুক দিতে না পারা, সন্তানহীনতা বা কোনো কারণ ছাড়াই পুত্রবধূর ওপর অকথ্য অত্যাচারের নানা ঘটনা আমরা শুনেছি, প্রত্যক্ষও করেছি৷ কিন্তু উল্টে পুত্রবধূর হাতে শাশুড়ি নির্যাতন – এমন কথা শুনেছেন কি? ঘটনাটি ঘটে গত কয়েক মাস ধরে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের বাড্ডা বেপারী বাড়িতে৷ কথা নেই, বার্তা নেই, পুত্রবধূ শ্যামলী দেবনাথ হঠাৎ করেই চড়াও হয় সত্তরোর্ধ্ব বকুল দেবনাথের ওপর৷ বাড়ির গোয়াল ঘরের সামনে খড়ের আটির পিছনে মাটিতে ফেলে আক্রমণ করে৷ তারপর মাঝে মধ্যে নির্মমভাবে মারধর করে শাশুড়িকে৷
পাশাপাশি সমান তালে চলে বিশ্রী ভাষায় গালমন্দ৷ এমন দৃশ্য দেখামিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। হ্যাঁ, নির্যাতনের এই দৃশ্য ধরা পড়ে পার্শ্ববর্তী কয়েকজন যুবকের মুঠোফোনের ক্যামেরায়৷ জানা যায়, ওই নারীর অত্যাচারী স্বভাবের প্রমাণ দিতে সীমানা প্রাচীরের উপরে বসে কয়েকজন যুবক দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। তাঁদের কথায়, ‘‘বহুদিন ধরেই রঞ্জিত দেবনাথের স্ত্রী শ্বাশুড়িকে গালিগালাজ করতো, মারধর করতো, হেনস্থা করতো৷ আমরা ওর বিষয়ে বহু অভিযোগ করেছি, কিন্তু কোনো ফল পাইনি৷ শাশুড়িকে পেটানোর এই ফুটেজ দেখেই শ্যামলীকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ৷