মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি।। ” বারবার বলা সত্ত্বেও হেলমেট ব্যবহার করি না, কি অদ্ভুত আমরা !! চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আইন না মানার প্রবণতা শতভাগ হেলমেট ব্যবহার কার্যক্রমকে বারবার বাধাগ্রস্ত করছে। নিজের ও পরিবারের কথা চিন্তা করে হলেও হেলমেট ব্যবহার করুন ও ভালো থাকুন। ” ২৩ জুলাই, ১৯ মঙ্গলবার দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়কে দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ এর হেলমেট ব্যবহার কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি কল্পে উপরোক্ত কথাগুলো বলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার পিপিএম।
“পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, ট্রাফিক শৃঙ্খলাই একটি জাতির সভ্যতার প্রতীক ” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ এর হেলমেট ব্যবহার কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টি আই – ১) মোঃ সাদাকাতুল বারী, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই – ২) এটিএম তৌহিদুল ইসলাম মিঠু, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শফিউল আলমসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। আমি নিজেই হেলমেট ব্যবহার করবো এবং অপরকে হেলমেট ব্যবহার করার পরামর্শ দিব। অবশ্যই আমাদের সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। হেলমেট ব্যবহার করুন, সুরক্ষিত থাকুন।