ঢাকামঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের মধুপুরে অলৌকিক শব্দ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৩, ২০১৯ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-

টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের আংগারিয়া পাহাড়ি অঞ্চলে মাটির নিচ থেকে অলৌকিকভাবে মেঘের গর্জনের মতো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয়রা জানান, সোমবার (২২ জুলাই) সকালে আংগারিয়া গ্রামে সাত বছর বয়সী এক ছেলে সকালে বাড়ির পাশে একটি জমির খোলা মাঠে তাদের ঘোড়া রাখতে গেলে বিকট এ শব্দ শুনতে পায়। ঘটনাটি তাৎক্ষণিক তার বাড়ির লোকজনকে জানালে তারা বিষয়টা আশপাশের লোকজনকে জানায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মেঘের গর্জনের মতো অদ্ভুত এ শব্দ শুনতে পান।

স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, আবুল মেম্বার, জলছত্র পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মধুপুর, ধনবাড়ী, জামালপুর, সরিষাবাড়ীসহ আশপাশের জেলার মানুষ এই অলৌকিক মেঘের গর্জনের মতো শব্দটি শুনতে আসে।

মধুপুর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি জানান, বিষয়টি ভূতত্ত্ববিদদের জানানো হবে। তারপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে—এই মাটির নিচে কী রয়েছে।

Don`t copy text!