ঢাকাশুক্রবার , ১৯ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ক্রিকেট খেলায় হামলায় স্কুল ছাত্র জুনাইদ হোসেন হাসপাতালে মারা গেছেন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০১৯ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো: মাসুদ মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার উত্তর নোয়াগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষে আলাউদ্দিনের স্ট্যাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে জুনাইদ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র ৫মাস পর ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রের্নীর ছাত্র।
জানা গেছে, গত ৭ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত শর্ট বাউন্ডারী নাইট কাপ মিনি ক্রিক্রেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই খেলার শেষ পর্যায়ে রান নেয়াকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামের ইউসুফ মিয়ার ছেলে জুনাইদ হোসেন ও প্রতিপক্ষ একই গ্রামের খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিনের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আলাউদ্দিন উত্তেজিত হয়ে স্ট্যাম্প দিয়ে খেলোয়ার জুনাইদ হোসেনের মাথায় আঘাত করে। এতে জুনাইদ হোসেন ঘটনাস্থলে মাঠিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্কুল ছাত্র জুনাইদ হোসেনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরন করে। ওই হাসপাতালে ৫মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার (১৯ জুলাই) সকাল ৭ঘটিকার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় কচুয়া থানা মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে মরহুমের পরিবারের সদস্যরা জানান।
ছবি : কচুয়ায় ক্রিকেট খেলায় হামলায় স্কুল ছাত্র জুনাইদ হোসেন হাসপাতালে মারা গেছেন

Don`t copy text!