ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগন্জে প্রকাশ্যে চাইনিজ কুড়াল এর আঘাতে এক যুবককে জঘম-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০১৯ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃমুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন দক্ষিন মান্দ্রা গ্রামের পিতা মৃত: রায়হান উদ্দিন শেখ এর ছেলে নিপু শেখ (২৮) স্থানীয়রা জানায় নিপুর শেখের বাগান বাড়িতে একটি মুরগী খামার এর সামনে মাদক ব্যবসা সহ মেয়েদের নিয়ে বিভিন্ন অবৈধ সম্পক্য কাজ করার বাধা দেওয়ায় প্রকাশ্যে কুঁপিয়ে মমান্তরিক ভাবে জঘম করেছে ২ জন মাদক ব্যবসায়ী ১.বিল্পব গাজী পিতা (৪২) মৃত : ধলু গাজী । ২.সামসুল মৃর্ধা (৩৮) পিতা : মোসলেম মৃর্ধা। ঘটনাটি ঘটেছে মঙ্লবার সকাল ১০ টার দিকে জানা গিয়েছে ভাগ্যকুল বাজার থেকে রিক্সা করে বাড়ি ফেরার পথে বুড়ির দোকান হাসান আকন এর দোকানে সামনে রিক্সা থামিয়ে চাইনিজ কুড়াল দিয়ে তার প্রথমে মাথায় ও বুকে ও পরে দুই হাতে এবং পায়ে কুপিয়ে জঘম করা হয়।নিপু শেখের চিংকারে আশে পাশে লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ প্রেরন করেছেন। তার মাথা হাত পা সহ ক্ষত স্থানে ২২টি সেলাই লেখেছে বলে জানায় স্বজনরা
এ ঘটনায় নিপু শেখের বড় ভাই ইপু শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শ্রীনগর থানায় অফিসার ইনর্চাজ মোঃ ইউনুচ আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনার মামলার প্রক্রিয়াধীন চলছে । জানা গিয়েছে বিল্পব গাজীর নামে শ্রীনগর থানায় একাধিক মাদক মামলা সহ ঢাকার কেরানীগঞ্জে ১টি অস্থ সহ হত্যা মামলা রয়েছে ।

Don`t copy text!