স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকার:
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্যানার, ফেস্টুনসহকারে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এ্যাডঃগ্লোরিয়া ঝর্না সরকার মাননীয়সংসদ সদস্য মহিলা আসন ৩০ তিনি বলেন বাংলাদেশের অর্থনীতির বিশেষ দিক চিংড়ি চাষ ও রপ্তানি। অপরিকল্পিত চিংড়িচাষ করার পরিবর্তে পরিকল্পিত চাষ ও জলাশয়ের প্রকৃত মালিকদের মাধ্যমে মাছচাষ নিশ্চিত করতে অতীতের ন্যায় চেষ্টা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে জমি যার ঘের তার। অবৈধভাবে চলমান খালকে বদ্ধ জলাশয়ে রূপান্তর করে আমরাই আমাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করেছি। সুন্দরবনের মধ্যে প্রায় তিন হাজার খাল রয়েছে। বিষ দিয়ে মাছ আহরণের ফলে সকল প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। নৌবাহিনীর তত্বাবধানে পাঁচশত ৩১ কোটি টাকা ব্যয়ে সুন্দরবন এলাকার ৮৩ টি খাল সংস্কার করা হচ্ছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মুনসুর আলী খান,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম শ্রী গৌরপদ বাছাড়,মহিলা ভাইস চেয়ারম্যান ও জনাব খাদিজা আকতার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস।