ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর শহর এলাকায় চলাচলরত সকল ইজিবাইক চালকদের উদ্দেশ্যে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৫, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি।।

১৫ জুলাই, ১৯ সোমবার বিকেল ৪ টায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ এর প্রচারণায় এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সহযোগিতায় দিনাজপুর শহর এলাকায় চলাচলরত সকল ইজিবাইক চালকদের করণীয় ও বর্জনীয় কাজের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম।

“পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, ট্রাফিক শৃঙ্খলাই একটি জাতির সভ্যতার প্রতীক ” এই শ্লোগানকে সামনে রেখে প্রচারণা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকারসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

প্রচারণা কার্যক্রম অনুষ্ঠানে প্রচার পত্রে উল্লিখিত আলোকে প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন – নম্বর বিহীন কোন ইজিবাইক পৌর এলাকায় চলাচল করতে পারবে না। ইজিবাইকের নম্বরপ্লেট হস্তান্তরযোগ্য নয়। অটো চালকদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

প্রতিটি ইজিবাইকের সামনে এবং পিছনে নম্বরপ্লেট লাগাতে হবে। পরবর্তীতে কোন আপত্তি গ্রহণযোগ্য নহে। প্রত্যেক বাইকের ডান পার্শ্বে ষ্টীলের পাত দ্বারা বন্ধ করতে হবে। সামনের গ্লাসে কোন প্রকার লোহার নেট ব্যবহার করা যাবে না।

ইজিবাইক রিক্সার বিকল্প, সুতরাং পৌর এলাকায় সর্বোচ্চ ১৫ কিলোমিটারের বেশী বেগে ইজিবাইক চালানো যাবে না। ইজিবাইক সারিবদ্ধভাবে এক লাইনে চালাতে হবে। যেখানে সেখানে অভারটেকিং ও থামানো বা ঘুরানো যাবে না। ইজিবাইক থামাবার ৫০ গজ পূর্বে সংকেত দিতে হবে।

ত্রুটিপূর্ণ, ব্রেক লাইট, ব্যাক লাইট, সিগনাল লাইট ও হেড লাইট বিহীন ইজিবাইক নম্বর থাকা সত্ত্বেও আটক করা হবে।

মনে রাখবেন, একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি। আইন অমান্যকারী গাড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!