আজ সোমবার জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত ৫ টি নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, উপজেলাতে ২০টা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ১ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। পানিবন্দি মানুষ বিভিন্ন বাঁধ ও উচুস্থানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।, জ্বালানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে একবেলা রান্না করে তা দিয়েই দিন কাটাচ্ছে অনেকে। বন্যাকবলিত এলাকার কাঁচা-পাকা সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ জনগণকে কলাগাছের ভেলা ও ছোট নৌকায় চলাচল করতে হচ্ছে। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তরা জানিয়েছেন। বন্যার কারণে ইতিমধ্যে ৮০ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, দ্রুত পানি বাড়ায় নতুন করে জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হচ্ছে।