ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কাজ শেষ হতে না হতেই ভেঙ্গে পড়েছে নব নির্মিত ঘাটলা ॥ ক্ষোভ চরমে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৩, ২০১৯ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ কচুয়া উপজেলা ৪নং পালাখাল মডেল ইউনিয়নের আওতায় পালাখাল মালেক পাঠানের বাড়ীর নিন্ম মানের ইট,বালু ও সিমেন্ট সামগ্রী দ্বারা তরী করায় পাবলিক ঘাটলা ভেঙ্গে অভিযোগ উঠেছে এক ঠিকাদার বিরুদ্ধে। ২০১৮-১৯ অর্থ বৎসর উপজেলা উন্নয়ন তহবিল (এডিপি) প্রকল্পের আওতায় ২ (দুই) লক্ষ টাকার বরাদ্দকৃত ঘাটলা নির্মানের কাজ পান ঠিকাদার আলাউদ্দিন মেম্বার। তার লাইসেন্স অনুমতি ক্রমে ওই ঘাটলা নির্মান কাজ পরিচালনা করেন সুমন ও ওমর ফারুক। নিন্ম মানের সামগ্রী দ্বারা নির্মান করায় কাজ সমাপ্তির কয়েক দিন পর মিস্ত্রী সাটারিং খোলা হলে ঘাটলা অনেক অংশ সাথে সাথে ধসে পরে যায়। যার ফলে ঘাটলা ব্যবহারের অযোগ্য হয়ে পরে। নির্মান কাজ শেষ হতে না হতে ঘাটলা ভেঙ্গে যাওয়া এলাকার ও ওই বাড়ীর লোকজনের মনে ক্ষোভ বিরাজ করেছে। এলাকাবাসী জানান সুমন ও ওমর ফারুক ওই ঘাটলার কাজ যেীথ ভাবে পরিচালনা করেন ও তারা নিন্ম মানের মালামাল দিয়ে নির্মান করেন এবং কাজের নূন্যতম মান ও সঠিক ভাবে হয়নি। যার কারনে সাটারিং খোলা অবস্থা ধসে পরে যায়। এই মিন্মমানের কাজ করায় ঘাটলা ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে। এই নি¤œমানের সামগ্রী দিয়ে ঘাটলা তৈরী করায় ওই বাড়ির লোকজনের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। কচুয়া : কচুয়ার পালাখালে ভেঙ্গে পড়া ঘাটলার একাংশ।

Don`t copy text!