মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা মৎসজীবী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা শুয়ারোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কচুয়ার ঘুগড়াবিলের কৈ মাছের সুখ্যাতি রয়েছে। ১৯৭২ সালের তৎকালীন সময়ে এই বিলের কৈ মাছ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়েছে। আমি মনে করি অবহেলিত ও পিছিয়ে পড়া কচুয়ার মৎস্য চাষী ও ব্যবসায়ীদের কল্যানে কাজ করবে উপজেলা মৎসজীবী লীগ। উপজেলা মৎসজীবী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রান কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি আলহাজ্ব রেদওয়ান খান বোরহান,ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ দর্জি,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহ আলম মাষ্টার,উপজেলা মৎসজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ প্রমুখ। এসময় পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন লিটন, উপজেলা মহিলা আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মৎসজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত কচুয়া উপজেলা মৎসজীবী লীগের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। কচুয়া : কচুয়া উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।