রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামে রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারের ৫১শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। আর এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কুন্ডবাড়ী শ্যামা কালিমন্দিরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক সহ স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
ভূক্তভোগী ভজন কুন্ডু, বিমল কুন্ডু, খোকন কুন্ডু বিকাশ কুন্ডু বলেন ‘ উপজেলার ৪৩নং পূয়ালী মাদারীপুর মৌজায় ১৯৮নং দাগে ৫১শতাংশ জমি আমার চাচা ও ফুফুরা ফেলে রেখে ভারতে চলেগেলে স্বাধীনের পরে তা সরকার রেকর্ড করে নেয়। কিন্তু আমরা সেই থেকে সরকার থেকে ডিসিআর নিয়ে ভোগদখল করে আসছি। কিন্তু একই গ্রামের এসকেন্দার আলী মুন্সির ছেলে ইবনে জিলানী ও ভাই সেকেন্দার আলী স্থানীয় মাস্তান ভাড়া করে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে রাতের আঁধারে সেই জমি দখল করতে আসে। এসময় খবর পেয়ে গ্রামবাসী এসে তাদের প্রতিরোধ করে। আমরা ন্যায় পাওয়ার আশা করি।’